পোস্টস

কবিতা

অকূলদরিয়ার গাঙ্গে

২২ আগস্ট ২০২৪

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

মূল লেখক সাকু মিঞা


অকূলদরিয়ায় নৌকো চড়িয়া
আসিনু ঘুড়িয়া তোমারে লভিয়া।
        প্রতিটা ক্ষনে যে মনেরও কুঞ্জে
                  ওঠে যে স্মৃতি যা ছিলো গঞ্জে।

স্মৃতিরো স্মরণে মনেরও বরনে।
প্রনয়ণে রহিবে জীবন ও মরনে।
         চাহিয়া রহিনু মুখেরও পানে।
                   অশ্রু ঝরিনু বিরহের গানে।

অশ্রু ফেলিয়া করিনু দরিয়া
আমায় দিলে একলা করিয়া
        নিজের সুখের সঙ্গী নিয়া।
                  আমায় গেলা ক্লেশ দিয়া।

করিনু যখন প্রেম প্রেম খেলা।
চাহিনু দেখিতে গঞ্জে বওয়া মেলা।
        তাহার আগে যে উড়িয়া গেলে।
                  পাখির মতো ডানা মেলে

যন্ত্রনাতে ঘুড়িবো আমি।
কাষ্ঠকুট্টের নায়ে বইয়া
        ক্লেশ ভড়া মোর হৃদয় লইয়া।
                 বলো কিবা করি রইবো সইয়া

রহিনু বসিয়া মুই স্মৃতিমনে।
ঘুড়িনু ক্লেশ লইয়া আনমনে।
          মনে লইয়া মুই পূর্ন স্মৃতি।
                বক্ষে লইয়া তাহার প্রিতি।

সে ছিল এক মায়াবী নারী।
চলিয়া গিয়াছে খাঁচা ছাড়ি
         সুখী সে আজ প্রেমের ধাঁচে
                তাকে ছাড়া কি এ প্রান বাঁচে?