Posts

বাংলা সাহিত্য

পরিশেষে শূন্য

May 1, 2024

হৃদয় পান্ডে

Original Author হৃদয় পান্ডে

170
View
ফ্রেমে বাঁধা ছবিটির কোনে-
ঝুলে আছে প্রাণহীন দেহে।
সাড়া নেই, শব্দ নেই, 
পড়ে আছে অসাড় দেহে।
তবু ওতো দিনে দুবার প্রানবন্ত।
ঘড়ি... অযত্নে, অনাদরে...
পড়ে আছে অসাড় দেহে।
ছবির লোকটি,সে-ও অসাড়।
তার অসাড়তা ছাই, অঙ্গার,
পরম শুন্য পরিশেষে।

Comments

    Please login to post comment. Login