Posts

নিউজ

বুকারের লংলিস্টে প্রথমবার স্থান পেলেন ডাচ এবং নেটিভ আমেরিকান লেখক

August 22, 2024

নিউজ ফ্যাক্টরি

114
View

চলতি বছরের বুকার প্রাইজের লংলিস্ট বা দীর্ঘ তালিকা ঘোষণা করা হয়েছে। ফিকশনের জন্য দেওয়া মর্যাদাপূর্ণ এই ব্রিটিশ পুরস্কারের প্রাথমিক তালিকায় স্থান করে নিয়েছেন ১৩ জন লেখক। প্রথমবার বুকারের লংলিস্টে জায়গা পেলেন একজন ডাচ এবং নেটিভ আমেরিকান লেখক। 

৩০ জুলাই বুকারের ওয়েবসাইটে এ তালিকায় স্থান পাওয়া ১৩ জন লেখক এবং তাদের বইয়ের নাম প্রকাশ করা হয়েছে। বিচারক কমিটির প্রধান এডমন্ড ডি ওয়াল বলেছেন, এই বছরের গৌরবময় তালিকায় বৈশ্বিক কণ্ঠ, জোরালো কণ্ঠস্বর ও নতুন কণ্ঠস্বরদের একটি সমষ্টি রয়েছে।    

প্রথম নেটিভ আমেরিকান লেখক হিসেবে টমি অরেঞ্জ এবারের বুকার প্রাইজের তালিকায় জায়গা করে নিয়েছেন। তার দ্বিতীয় উপন্যাস ‘ওয়ান্ডারিং স্টারস’ বুকারের দীর্ঘ তালিকার জন্য মনোনীত হয়েছে। এই উপন্যাসে আসক্তি, বাস্তুচ্যুতি, ট্রমা এবং পরিচয় অন্বেষণ করা একটি বহু প্রজন্মের গল্প তুলে ধরা হয়েছে। 

এছাড়া ডাচ লেখক ইয়ায়েল ভ্যান ডের উডেনের ‘দ্য সেফকিপ’ বুকার প্রাইজের দীর্ঘ তালিকার জন্য নির্বাচিত হয়েছে। উডেন, বুকারের জন্য দীর্ঘ তালিকাভুক্ত প্রথম ডাচ লেখক। দ্য সেফকিপ চলতি বছরের মে মাসে প্রকাশিত হয়। 

এদিকে ১৬ সেপ্টেম্বর এই লংলিস্ট থেকে ছয়টি বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ নভেম্বর লন্ডনে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। তিনি ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৪ হাজার ডলার) এবং আইরিস নামে একটি ট্রফি পাবেন। আইরিশ-বিটিশ উপন্যাসিক আইরিস মারডকের সম্মানে এই ট্রফির নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বুকার প্রাইজ দেওয়া হচ্ছে। এর আগে মিডনাইটস চিলড্রেনের জন্য সালমান রুশদি এবং দ্য রিমেইনস অব দ্য ডের জন্য কাজুও ইশিগুরো মর্যাদাবান এই পুরস্কারটি পান।

সূত্র: দ্য গার্ডিয়ান   

Comments

    Please login to post comment. Login