Posts

কবিতা

আকাশ বন্ধু

August 22, 2024

অনিরুদ্ধ রনি

77
View

মেঘকে বন্ধু বানালে বৃষ্টি হয়ে ঝরে যায় 
সাগরকে বন্ধু বানালে–
ডুবচানের খেলা আয়ত্ত করা যায়!

পাহাড়কে বন্ধু বানালে–
কষ্ট চেপে উৎফুল্লতা প্রকাশ করা শেখা যায়।
মানুষকে বন্ধু বানালে,
পাখি হয়ে উড়ে যায়!

গাছকে বন্ধু বানালে–
স্থিতিশীলতার গাম্ভীর্য নিজের হয়ে যায়। 
ঝর্ণাকে বন্ধু বানালে,
কলতানের শুভ্রতায় মিশে থাকা যায়! 

আকাশকে বন্ধু বানালে,
ছায়া হয়ে মাথার উপরে থেকে যায়;
উদারতার বিশালতাও শেখা যায়।

আর,
আরশের অধিপতিকে বন্ধু বানালে? 

Comments

    Please login to post comment. Login