রাত জোনাকির মিষ্টি আলোয় আমি আলোকিত হই
এটাকে আপনি অন্ধকারের আলোও বলতে পারেন,
অথবা বলতে পারেন রাতের নিজস্বতা!
বেলীর সুবাসে আমি শুভ্রতা পাই
এটাকে আপনি প্রকৃতির ধ্রুবাংশ বলতে পারেন,
অথবা বলতে পারেন, শিউলি বুঝি ধ্রুব নয়?
আকাশের নক্ষত্রদের মতো আমিও উজ্জীবিত হই
আমাকে আপনি ধ্রুব তারা বলতে পারেন,
অথবা বলতে পারেন, তুমি নিতান্তই 'জোনাকপোকা'!
মাঝে মাঝে আমি আকাশের মতো উদার হওয়ার ভান করি,
আমাকে আপনি আকাশলীনা বলতে পারেন–
অথবা বলতে পারেন, এ নিছক বাজে অভিনয়!
আপনার কাছে সজীবতা চাইলে
আপনি আমাকে ফিরিয়েও দিতে পারেন,
আমি এ কার্পণ্যতা সফেদ আলসেমি হিসেবেই নেবো!
আপনাকে অন্য মেরুর মানুষ বলে শান্তি পাই
এটাকে আপনি মুগ্ধতা বলতে পারেন,
অথবা বলতে পারেন, কী আজাইরা ঢং!
চূড়ান্ত সত্যটাকেও আপনি মিথ্যা বলে গুড়িয়ে দিতে পারেন,
আমি তখন আলতো চোখ মুছবো!
আপনাকে আমি মেঘ দেশের রূপকথা বলবো,
অথবা বলতে কি পারি আমি আকাশলীনা?