পোস্টস

কবিতা

একমুঠো মাটি দাও

২৩ আগস্ট ২০২৪

নাজমুল হোসেন রিফাত

ছেলের লাশ কাঁধে নিয়ে

নিজের লাশের ভয়,
পানির নিচে চেনা পথটাও

খুব অচেনা মনে হয়। 
এখানেই তো প্রিয়জনের

লাশটা পুঁতেছিলাম,
বিদিশা হয়ে কবরখানা

হারিয়েই বসলাম।
সাঁতরে সাঁতরে কূলের দিকে

কেবলই ছুটে যাই,
মাঝে মাঝে লাশ ভেসে ওঠে; 

কূলের দ্যাখা নাই।
গর্ভবতী কয়েক মা

পানিতে গেছে ভেসে,
আমি কেবল গুনছি লাশ

অট্টহাসি হেসে। 
খোদার কাছে আর্জি এখন কিচ্ছু চাই না আর,
একমুঠো মাটি দাও খোদা লাশটা পুঁততে আমার। 

২৩শে আগস্ট, ২০২৪ইং