ডাকে তোমার চিঠি খুজি,
ঐযে ডাক আসলো বুঝি।
দিনের শেষে রাত আসে!
চোখে আমার চিঠি ভাসে।
ওগো তোমার চিঠি কই?
চিঠির আশায় বসে রই।
চিঠির আশায় দিন কাটেনা!
তোমার কিগো মন ফাটেনা?
চিঠি লিখতে আর বসো না?
কেনো তোমার চিঠি আসে না?
ওগো তুমি কথা কও,
আমায় তুমি চিঠি দাও।
চিঠির আশায় বসে রই,
বলোনা গো চিঠি কই?
চিঠি ভরে বলবো কথা!
বলেছিলাম আগে যথা।
প্রিও আমায় চিঠি দাও,
আমার সাথে কথা কও।
তোমার চিঠির আশায় রই,
বলো না মোর চিঠি কই?
93
View