কেউ কি বলতে পারো কোথাও যাবার পথ কোনখানে, কোথাও কোথাও?
আমি শুনেছি এমন একটা জায়গা আছে যার নাম- কোথাও।
কিন্তু আমি জানি না এটা কোনখানে কোথায়?
আমি শুধু সে পথের খোঁজে হেঁটে চলি ক্লান্ত পায়ে ।
অবিরাম হেঁটে চলি রূপকথার গল্পের মতো।
বাউল কিংবা পথ গাহকের গানে শুনেছি সে এক নিশ্চিন্তপুর,
সেখানে ছোট এক বাড়ি আছে,
আছে একটি মাত্র ঘর,
দাওয়া আর উঠোন।
এলোমেলো দূর্বাঘাসের জঙলা,
শ্যাওলা সবুজ উঠোনে ক্লান্তিভরে শুয়ে থাকে একটা বিষণ্ণ কুকুর,
সোঁদালিগন্ধা মাটির দাওয়ায় একটা বিড়াল সেও আলস্যে ঘুমায়,
শুধু ছুটোছুটি করে একটা ক্ষুধার্ত ইঁদুর।
সে খুঁজে খুঁজে মাটি পোকা খায় বিড়ালটাকে পাত্তা দেয় না এতটুকুও।
This is a premium post.