Posts

নিউজ

মারা গেলেন একুশে পদকজয়ী লেখক ও গবেষক গোলাম মুরশিদ

August 23, 2024

নিউজ ফ্যাক্টরি

82
View

একুশে পদক বিজয়ী বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক গোলাম মুরশিদ বৃহস্পতিবার (২২ আগস্ট) লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।  

স্ত্রী এলিজা মুরশিদের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক স্বরোচিষ সরকার। 

গোলাম মুরশিদ ১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেন। তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন।

এছাড়াও তিনি ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩ সাল পর্যন্ত বিবিসি বাংলা সার্ভিসে কাজ করেন। ১৯৯১ সাল থেকে লন্ডনের মেলবোর্ন ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের স্কুলে গবেষণা সহকারী ছিলেন। অষ্টাদশ শতাব্দীর বাংলা গদ্য এবং মাইকেল জীবন নিয়েও গবেষণা করেছেন।

২০২১ সালে গোলাম মুরশিদ বাংলা ভাষা ও সাহিত্যে একুশে পদক পান। এছাড়া ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।   

গোলাম মুরশিদের লেখা বইয়ের মধ্যে রয়েছে বাংলা গানের ইতিহাস, বিদ্রোহী রণক্লান্ত, নজরুল জীবনী, আধুনিকতার অভিঘাতে বঙ্গরমণী, মুক্তিযুদ্ধ ও তারপর, বাংলাভাষার উদ্ভব ও অন্যান্য, হাজার বছরের বাঙালি সংস্কৃতি এবং আশার ছলনে ভুলি। 

Comments

    Please login to post comment. Login