Posts

চিন্তা

ভারতের বাঁধ

August 23, 2024

Mohammad Raza

150
View

        “বাঁধের বিপরীতে বাঁধ”

Facebook এ কিছু পোস্ট দেখা যাচ্ছে।

কিন্তু বাস্তবতা হলো বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের  (সেটা যেকোনো দেশের জন্যই) কোনো লাভ হবে না।কারণ পানি ভারত থেকে বাংলাদেশে আসে।কোনো দেশ নদিতে  বাঁধ নির্মাণ করলে সেই দেশের কয়এক কিলোমিটার  ভিতরে তাদের জায়গায় করে।তাই বাঁধের সামনের কিছু জায়গাও তাদের।   বাংলাদেশ থেকে যদি কোনো নদির পানি ভারতে যায় তাহলে সেই নদিতে বাঁধ নির্মাণ করলে সেটা বিজ্ঞান সম্মত এবং কার্যকর হবে।বাঁধের বিপরীতে বাঁধ পৃথিবীতে কোথাও নেই।

"বাঁধের বিপরীতে বাঁধ"এমন কথা বলা জ্ঞানহীনতার পরিচয় বহন করে।

Comments

    Please login to post comment. Login