পোস্টস

কবিতা

বন্যা ২৪

২৩ আগস্ট ২০২৪

স্বপন বিশ্বাস

বন্যা ২৪

 

প্রকৃতি বড় বিচিত্র রূপ তোমার 
সাধ্যহীন তোমার এ রহস্য বোঝার
কখনো হাসাও কখনো  কাদাও
কি এক অদ্ভুত দর্শন দিয়ে যাও।
তুমি কখন নিষ্ঠুর কখন কি রূপ ধরো
দাওনি সে শক্তি বুঝিবার তা কারো
কেন বন্যা কেন তুফান কেন ভূমি ধস
হাজার জীবনের সাথে কেন উপহাস।
তুমি তো সকল আধার সকল আলো
তবে কেন মানুষের মাঝে ধোঁয়া ঢালো
সত্য দিয়ে জালিয়ে দাও জ্ঞানের আলো
পশুত্ব কেড়ে নিয়ে আমাদের কর মুক্ত।
চাই না আমরা হানাহানি যা কিছু মন্দ 
ধুয়ে দাও মুছে দাও আছে যত দ্বন্দ্ব।

স্বপন বিশ্বাস 
২২/৮২৪