Posts

কবিতা

আমার হবে কবে

August 23, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

Original Author সাকু মিঞা

74
View

সে দিন আসবে কবে,  আসবে কোন ক্ষনে!    
যে দিনের আশে আমি, ঘুড়ি আপন মনে!
প্রাত কালে পেয়েছিনু, মায়াবতীর দেখা।
সন্ধ্যা কালে লাগিনু, নিজেরে বড় একা।


রমনি অমনি সেরা, দেখিতে লাগে চান।
হাসি দিয়া মারে সেযে, মোর বক্ষে বান।
তাহার মতো রমনি, কে বা দেখেছে কবে
বলোনা কেউগো মোরে, সে-কি আমার হবে?


খোদার কাছে চাই গো, তাহারে আমি ভিখ।
তাহারে ছাড়া নাইগো, আমার কোনো দিক।
তাহার মতো রমনি, কে বা দেখেছে কবে
বলোনা কেউগো মোরে, সে-কি আমার হবে?


হাটিয়া যথা যায় প্রিয়া, কাপে রে মোর হিয়া! 
ছিলো আমার যা কিছু, তারে দিলাম দিয়া।
বলো মোরে বল তবে, তোমরা মিলে সবে!
আমার প্রানের হিয়া,  আমার কবে হবে?

Comments

    Please login to post comment. Login