আমি তো বলিনি, স্বপ্ন কখনো দেখিনি
সোমালিয়ার দুর্ভিক্ষ দমে যাক।
হাড্ডিসার মানুষ গুলো রাতারাতি রক্তমাংসে পরিপুর্ণ হোক।
আমি তো ভাবিইনি কখনো দুই কোরিয়া এক হয়ে যাক
কিংবা কিম জং উন হয়ে যাক ট্রাম্পের ঘনিষ্ট বন্ধু।
আমার ইচ্ছে গুলো তেমন তো ছিল না, যা তোমার সাধ্য কুলোয় না।
আমি তো মুখ ফুটে কখনো বলিনি হিটলার, মুসোলিনি এরা মহামানব হয়নি কেন??
কেন তাদের মহাত্নার মর্যাদা দাওনি।
আমি তো বলিনি যুক্তরাষ্ট্রের উপর সমগ্র বিশ্বের বিশ্বাস এনে দাও,
আমি কখনোই দাবী করিনি চীনের কূটনীতি আমাকে শেখাও।
আরবের মত আমি কখনোই আশ্রয় প্রার্থীর কবর রচনা করতে তোমার কাছে বেদুঈনের রুপ ধরতে গিরগিটি হতে চাইনি।
না আমি শান্তি প্রিয় সুজারল্যান্ডের অভিবাসী হবার আবেদন করিনি।
আমার ইচ্ছে ছিল ভালবাসার মত এক টুকরো মন।
সমগ্র মানব জাতিকে নয়, একজনকে ভালবাসার মত ক্ষুদ্র একটু মন।
আমার ইচ্ছে পুরনে আমি কখনো সাজাহানের মত প্রেমের তাজমহল গড়তে সহস্র রক্তের সমাধি গড়তে চাইনি।
আমি চেয়েছিলাম রক্ত মাংসের দুর্গে গড়া সুন্দর একটা মন।
78
View