Posts

নিউজ

ইশিগুরোর 'অ্যা পেল ভিউ অব হিলস' অবলম্বনে তৈরি হবে সিনেমা

August 24, 2024

নিউজ ফ্যাক্টরি

113
View

নোবেলজয়ী জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরোর উপন্যাস 'অ্যা পেল ভিউ অব হিলস' অবলম্বনে সিনেমা তৈরি হবে বলে জানা গেছে। এটি ইশিগুরোর প্রথম উপন্যাস। বইটি ১৯৮২ সালে প্রথম প্রকাশিত হয়।  

অ্যা পেল ভিউ অব হিলস উপন্যাসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং পারমাণবিক বোমা হামলার পর তৎকালীন জাপানের দ্রুত পরিবর্তনশীল নতুন প্রজন্মের আশা, আকাঙ্ক্ষা এবং ভয় নিয়েই লেখা হয়েছে। এটি ব্রিটেনে বসবাসকারী মধ্যবয়সী জাপানি নারী এতসুকোর কাহিনী। এই উপন্যাসে তিনি ছোট মেয়ে নিকির কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নাগাসাকিতে তার জীবনের কথা, বড় মেয়ে কেইকোর আত্মহত্যাসহ কীভাবে তিনি ইংল্যান্ডে বসবাস করার জন্য নিজের দেশ ছেড়েছিলেন তা বর্ণনা করেছেন।

উপন্যাসটির জন্য ইশিগুরো ১৯৮২ সালের উইনিফ্রেড হল্টবি মেমোরিয়াল প্রাইজ জিতেন।  

ছবিটি নির্মাণ করবেন জাপানি চলচ্চিত্র পরিচালক কেই ইশিকায়া। এটির চিত্রনাট্যও লিখবেন তিনি। এই সিনেমার একজন নির্বাহী প্রযোজক হিসাবে থাকবেন কাজুও ইশিগুরো। এতে অভিনয় করবেন জাপানি অভিনেত্রী সুজু হিরোসি। নোবেলজয়ী এই লেখক জানান, তিনি পরিচালক ইশিকাওয়ার একজন ভক্ত।  

এর আগে ইশিগুরোর উপন্যাস ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ এবং ‘নেভার লেট মি গো’ অবলম্বনেও সিনেমা বানানো হয়েছিল।   

উল্লেখ্য, কাজুও ইশিগুরো ২০১৭ সালে সাহিত্যে নোবেল প্রাইজ পান। তিনি চারবার বুকার প্রাইজের জন্য মনোনীত হয়েছেন। ১৯৮৯ সালে দ্য রিমেইনস অব দ্য ডে উপন্যাসের জন্য তিনি মর্যাদাবান এই পুরস্কার জিতেছিলেন।  

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login