পোস্টস

কবিতা

কাকের মুল্য

২৫ আগস্ট ২০২৪

সুকান্ত সোম

কথা বাতুলের ভাষাহীনতা চমৎকার  অনুভুতি এনে দেয় চারপাশে থাকা সুহৃদের
শব্দরা নিস্তব্দ হয়ে যায় ভদ্রতার লেবাশ পড়তে চায়।
সব শুনে মন কষ্টদেবতার মত ক্লিষ্ট হাসি দিয়ে মশকরা করে সুহৃদের তুষ্ট হৃদয়ের উচ্ছ্বাস দেখে।
 সব ভাষা যদি কেবল তাদেরই হত কি সুন্দরই না হত পৃথিবীটা!
আসলে কি তাই??
মন্দের দায় কে নিতে চায়,

 কেউ নয়। 
সুন্দর সকলে সাজতে চায়।
নরসুন্দর কে হতে চায়,

 তবুও সৌন্দর্য্যের পূজারিগণ তারেই বলে  দেবতার মত দাও সব কিছু ঢেলে যা আছে সুন্দর
ভেবেছো কি কখনো সুহৃদ মালিকেরা, ময়লার শহরে কাকের কি মুল্যে?