পোস্টস

কবিতা

যাপন

২৫ আগস্ট ২০২৪

শরীফ এমদাদ হোসেন

একদিন কথা হয়েছিল
মধুমতী তীর ধরে হেঁটে যাবে অনাত্মীয়
গান নাই, সুর নাই ফুল পাখি শরতের মেঘে
উড়াবো মনের ঘুড়ি 
তবু যদি সুর এসে বাঁধে প্রেমসুরে
যদিবা সে ফিরে আসে আমাদের খালনদী মাঠে
পাহাড়ের কোল ঘেষে জারুলের বনে
সমুদ্র সমতলে
যদিবা বাজিয়ে ঘুঙুর মেঠো পথ হাঁটে অকাতর প্রেমহাসি নিটোল মায়াবী চোখে
ছুঁড়ে তৃষ্ণার রাশি
বলবে কি রোদ ভরা দুপুরের আগে, 
যতটুকু সুখপাখি বেঁধে আছি বুকে, 
তার থেকে বেশী ভালোবাসি
চেয়ে থাকি তার দিকে আরো ঢের বেশী।

 

সত্যিই একদিন কথা হয়েছিল
ঝি ঝি ডাকা সন্ধ্যায় সুখতারা হয়ে সুখ হবো
আকাশ সমুদ্র  হয়ে মিলেমিশে একাকার হবো
পৃথিবীর যাবতীয় অসুখের হাটে
বেঁচে দেবো যাপনের যাবতীয় যন্ত্রণাগুলি
মেঠো পথে খুঁজে নেবো বাঁশী আর পাখিদের কলতান।