শুঁয়াপোকা থেকে একটা রঙিন প্রজাপতি জন্মেছিল
কোনো এক বিষণ্ন বিকেলে!
তার এই নবজন্মে
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি,
শুভ জন্মদিন বিগত শুঁয়াপোকা!
আর বলেছি,
প্রজাপতি
তুমি যা তাতেই সুখী হইয়ো,
নিজেকে ভালোবেসো!
44
View