ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘খুব রূঢ়’ বলে মনে করতেন। ইংরেজ লেখক ক্রেগ ব্রাউনের লেখা নতুন একটি বইয়ে এই দাবি করা হয়েছে। বইটি আগস্টের শেষে যুক্তরাজ্যে প্রকাশিত হবে।
‘অ্যা ভয়েজ অ্যারাউন্ড দ্য কুইন’ নামের বইয়ে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের আচরণকে সমস্যাজনক মনে করতেন রানী এলিজাবেথ।
২০১৮ সালে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেখক ক্রেগ ব্রাউন দাবি করেছেন, সে সময় বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তার জন্য পরিচিত ট্রাম্পের প্রতি মুগ্ধ হননি ব্রিটিশ রানী।
ব্রাউন লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের কয়েক সপ্তাহ পরে রাজপ্রাসাদের একজন অতিথির কাছে রানী স্বীকার করেন, ট্রাম্পকে তার কাছে অনেক বেশি রূঢ় মনে হয়েছে। এছাড়া সাবেক এই প্রেসিডেন্ট যেভাবে তার কাঁধের ওপর দিয়ে অন্য কোথাও তাকাচ্ছিলেন, সেটাও রানীর কাছে অস্বস্তিকর ছিল। ট্রাম্পের এই অচরণ অপছন্দ করেছেন তিনি।
ব্রাউন আরও লিখেছেন, ট্রাম্পের আচরণে রানী এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের তাকে বিয়ে করার কারণ নিয়েও জানতে আগ্রহী ছিলেন।
আসন্ন এই বইয়ে দাবি করা হয়েছে, রানীর বিশ্বাস ছিল, মেলানিয়া হয়তো কোনো ধরনের ব্যবস্থা করে স্বামীর সঙ্গে বিয়ে বজায় রেখেছেন।
ব্রাউনের এই দাবির বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি সেগুলোকে খারিজ করে দিয়েছেন। তিনি একজন সাংবাদিককে বলেছেন, 'এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। লেখকের বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে তিনি যা বলেছেন তার বিপরীত ঘটনাই ঘটেছে। রাণীর সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল; তিনি আমাকে পছন্দ করেছেন এবং আমিও তাকে পছন্দ করেছি। আমি প্রায়ই তার সঙ্গে কথা বলতাম। আমি শুনেছি আমি তার প্রিয় প্রেসিডেন্ট ছিলাম।'
উল্লেখ্য, অ্যা ভয়েজ অ্যারাউন্ড দ্য কুইন নামের জীবনীগ্রন্থটি ২৯ আগস্ট যুক্তরাজ্যে এবং ১ অক্টোবর যুক্তরাষ্ট্রে প্রকাশিত হবে।
সূত্র: ডেইলি মেইল