পোস্টস

কবিতা

প্রেমের বাঁশি

২৬ আগস্ট ২০২৪

মোহাম্মদ সাকিব - সাকু মিয়া

মূল লেখক সাকু মিঞা

প্রভাত বেলায় মনের ভেলায় কার বাঁশিটা বাজে
বাঁশির সূরের প্রেম খেলাতে মরি আমি লাজে।
বাঁশির সুরে মাতাল হয়ে যাচ্ছি আমি ধসে
কে হে তুমি বাঁশি বাজাও মন মাজারে বসে।

বাঁশির সুরে কেপে ওঠে আমার হিয়ার মাঝে
প্রভাত বেলায় মনের ভেলায় কার বাঁশিটা বাজে।

মম দিলে বংশি বাজায় হাসে অট্ট হাসি।
বাঁশি দিয়েই মন কেরে নেয় এ মোর কেমন রাশি
প্রেমের বাঁশি দিয়ে মোরে মাতাল করে প্রিয়া।
বংশি দিয়ে কাপায় সে যে আমার প্রানের হিয়া।

প্রভাত ভেলায় মনের ভেলায় কার বাঁশিটা বাজে।
সুরের তালে কেপে ওঠে আমার হিয়ার মাঝে
প্রভাত বেলায় মনের ভেলায় কার বাঁশি যে বাজে।

গৃহ ছেড়ে বনে গিয়ে সন্যাস করলাম বরন
তবু সুরে মন কেরে নেয় কে সে হৃদয় হরন
প্রভাত বেলায় মনের দ্বারে কার বাঁশরি বাজে।
প্রেমের সুরে ঝড় বয়ে যায় আমার হিয়ার মাঝে
প্রভাত ভেলায় মনের ভেলায় কার বাঁশি যে বাজে।