শাক্ষি আকাশ শাক্ষি বাতাস শাক্ষি চন্দ্র সূর্য!
কারোর মনেতে ঝড় বহে কারো জীবে তুর্য।
কোথাও বসে বিলাপ করে স্বামী হারা নারী।
কোথাও বসে উল্লাস করে , লোকেতে বিনারী
কোথাও দেখো কাঁদছে বসে ক্ষুধায় অভাবী।
কোথাও দেখো ভজন হচ্ছে খাদ্য যে নবাবি।
আকাশ বাতাস অবুঝ না, বোঝে সর্ব ক্ষন।
তাই তো নিরব হয়ে থাকে, মরলে আপনজন।
লোকে যখন জীবিত দেহ অশ্বপদে বাধে।
আকাশের তারারা তখন এক হয়ে কাদে।
বাধিত লোক দেখে যখন তন্রীয়রা হাসে।
তখনই মনে প্রশ্ন জাগে কে বা ভালোবাসে।
দু:খিনী লোকে ভাবে তখন মাটি স্বার্থপর।
অবুঝ লোকেরা বুঝলো নারে কে ভালো কে পর
বীথী হারা যূথীরা তখন কাদে দেখে নীতি
আকাশ যেচে চায় তখন জানিয়ে দিতে তিথি।
লোকের কান্না দেখে সদয় গাছগাছালি কাঁদে
কিছু অসৎ লোকে তখন ঈর্ষাগুলো রাধে