Posts

কবিতা

প্রকৃতির আহ্বান

August 26, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

Original Author সাকু মিঞা

170
View

ভোর হলে মাঠ পেরিয়ে চলে যাও গো ঘাটে!
খোলা মনে আকাশ দেখে হাটো তুমি মাঠে।
মেঠোপথের লীলাভূমি দেখতে লাগবে সাধ!
প্রকৃতির সেই রূপটি দেখে খুলবে মনের বাধ।
দেখবে তখন চারিদিকে আকাশ বাতাস গাছ
জলে চেয়ে দেখবে তুমি নদীর বুকে মাছ।
সূর্যমামা মারবে তখন আকাশ থেকে ঊঁকি।
সেই দৃশ্যটি দেখবে দাঁড়িয়ে ছোট্ট একটি খুকি।
নদীটিও সেই তালেতে ডাকবে তাকে বুকে।
নদীর কাছে গেলে দেখবে হাসি নদীর মুখে।


নদীর ওপর বাতাস বইবে কুয়াশাকে লভি।
সে দৃশ্যটি দেখবে বসে গাছতলাতে কবি।
জগত বুকে ধুকছে মানুষ মরছে কতো ধুকে।
তবু কি কেউ গিয়েছে গো প্রকৃতির ঐ বুকে।
প্রকৃতি না দেখলে লোকের রোগমুক্তি কি হবে?
গাছগাছালির কাছে মানুষ শেষ গিয়েছে কবে?
মানবজাতি অদ্ভুত বড় অদ্ভুত তাদের আচার।
ইচ্ছে করে মরছে সবে ইচ্ছে নেই গো বাচার।
মানব অদ্ভুত মানব অস্ফুট সেই মানব নিশাচর।
মানব মনে ঘুড়ছে দেখো মহা শয়তান সদাচার।
প্রকৃতিতে তোমরা সবাই সপে দাও গো প্রান
ফুলের গায়ে শুকবে তখন অষ্টতালের ঘ্রান।

Comments

    Please login to post comment. Login