পোস্টস

কবিতা

তোমার ছাই আমার সারা গায়ে

২৬ আগস্ট ২০২৪

নিম্পু মণ্ডল

একদিন না-মৃত্যুর হঠাৎ সিদ্ধান্তে
যতসব গোলযোগ;
সবুজ পাতাদের এনেছি এই মরুতে;
জলের অভাবে প্রাণ হারায় অনেকেই,
পথের মোড়ে চলে যায় কেউ কেউ,
ক্লান্ত শরীর বরং ধূলো-র হয়;
কারোর চুল বালি ঝড়ের কারণ;

 

সেই নদী ছিল কোনোদিন,
বরফ গলা পাহাড়ি শান্তির মতো;
যাবো সেই জলে একদিন,
ডুবে যাবো, অমাবস্যা রাতে,
তোমার ছাই আমার সারা গায়ে।