Posts

কবিতা

একলা জীবন

August 26, 2024

শরীফ এমদাদ হোসেন

আর কতদিন খোলস ঢাকা থাকতে হবে
সেই কবেই আমি নিজের ভেতর গুটিয়ে গেছি
শামুক যেমন ঝিনুক যেমন। 
~~
আমার ফাগুন আর আসেনি, আর আসেনি স্বজন কোনো
সেই কবেই আমার ঘুম ভেঙ্গেছে নিদ্রাহারা
কবেই আমার অসুখ এলো সুখটি হারা
কবেই আমার পুড়লো কপাল সর্ব্বহারা
সে কবেই আমি হারিয়ে গেছি সবার থেকে
সত্য যেমন।
~~~
কোন বেলাকার আহবানে এলাম চলে
নাম জানা নেই
এলাম চলে অনেক দূরে দূর সীমানায়
এলাম চলে আপনহারা নিত্য সময়
গাঁয়ের সখা, একবয়েসী কেউ বলনি
কেউ ডাকেনি, কেউ লেখেনি আয় ফিরে আয়।
~~~~
সেই অবয়ব ভাবতে গেলে, তার কথাটা মনে এলে
কান্না আসে আগুন চোখে
দিব্বি সেতো বেঁচেই আছে অন্য ঘরে। কবেই সেতো আঁকড়ে আছে অন্যবাহু
কবেই তাহার বংশ বাড়ে আপন দেহে
একবার ও তো বললো না সে যাও ফিরে যাও
যাও ফিরে যাও সত্য ধরে--
~~~~~
একবারও তো কাঁদলো না কেউ ভাবলো না কেউ
খুঁজলো না কেউ ভবঘুরে, কেমন জীবন কাটলো তাহার ! 
~~~~~~
হায়রে জীবন!  কাটাই এখন দূরের শহর
সাইকেলেতে ব্যস্ত সময়।
বলছি কথা রোজ বিকেলে একা একা বেতার ঘরে
এইতো ভালো, ভালোই আছি বলতে হলে।
****************************
রচনাকাল ২২/১২/১৯৯৩ইং
             সোনাডাংগা, খুলনা

Comments

    Please login to post comment. Login