মার্কিন কবি এবং অ্যাক্টিভিস্ট আমান্ডা গোরম্যান আগামি বছর শিশুদের জন্য নতুন একটি পিকচার বুক প্রকাশ করবেন। বইটি ভাইকিং চিলড্রেনস বুকস থেকে প্রকাশিত হবে।
‘গার্লস অন দ্য রাইজ’ নামের শিশুতোষ এই বইটিতে ছবি এঁকেছেন লাভিস ওয়াইজ। এটি ২০২৫ সালের ৭ জানুয়ারি বের হবে।
ভাইকিং চিলড্রেনস বুকস এক বিবৃতিতে বলেছে, 'গার্লস অন দ্য রাইজ বইতে কবিতার মাধ্যমে মেয়েদের শক্তিকে বিভিন্ন আকারে উদযাপন করা হয়েছে। এখানে বলা হয়েছে, মেয়েরা সবাই সুন্দর। তারা দেখতে কেমন তার ওপর নির্ভর না করে বরং বিপদের সময় তারা কীভাবে মোকাবেলা করে তা দেখতে হবে। এই কবিতাগুলো আমাদের মনে করিয়ে দেয়, কীভাবে মেয়েরা সাহসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সময় আমাদের ইতিহাসকে রূপ দিয়েছে।'
টাইম ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাতকারে গোরম্যান বলেছেন, ‘যখন আমি বইটি লিখছিলাম তখনও বুঝতে পারিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হবেন। এই বই লেখার জন্য এর চেয়ে উপযুক্ত আর কোনো সময় আমি বেছে নিতে পারতাম না।'
উল্লেখ্য, আমান্ডা গোরম্যান ১৯৯৮ সালের ৭ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেশটির প্রথম ন্যাশনাল ইয়ুথ পোয়েট লরিয়েট। ২৬ বছর বয়সী এই কবিকে বর্তমান কবিতার জগতের সুপারস্টার বলা হয়। ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে লাইমলাইটে চলে আসেন তরুণ এই কবি। সর্বকনিষ্ঠ ইনাগুরাল পোয়েট হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্থান করে নিয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য বইগুলো হলো, ‘দ্য হিল উই ক্লাইম্ব’, ‘কল আস হোয়াট উই ক্যারি’, ‘চেঞ্জ সিংস: অ্যা চিলড্রেনস অ্যান্থেম’ এবং ‘সামথিং, সামডে’।
সূত্র: কিরকাস