৫০ টাকা ব্যয় করে কেনো কিনবেন?
২০ হাজার এর অধিক শব্দের একটি উপন্যাস এটি।
গল্পের সারাংশ-
সঞ্জয় কিশোর বয়স থেকেই বেশ চঞ্চল প্রকৃতির ছেলে। কিশোর বয়সে ছেলেমেয়েরা চঞ্চল হবে এটাই স্বাভাবিক। কিন্তু সঞ্জয় একটু ভিন্ন পথ বেছে নিয়েছে। সে তার চঞ্চলতায় চঞ্চলিত হয়ে চঞ্চল হওয়ার সীমারেখা ভেঙ্গে ফেলেছে । সীমালঙ্ঘন করা চঞ্চলতাই কি তবে কাল হবে তার জন্য? না-কি স্বাভাবিক ভাবেই চলবে?
আমার ধারণা কোনো কিছুই স্বাভাবিক হবে না। সঞ্জয় একটা মহাপ্রলয় হবে।
সত্যমিথ্যার মায়াজালে পরা যাবে না। সত্য মিথ্যের মায়াজাল খুব অদ্ভুত। আমরা যখন সত্য মিথ্যের মায়াজালে পরি তখন স্বপ্ন এবং বাস্তবতাকে গুলিয়ে ফেলি। তখন আমরা বুঝেও বুঝতে চাইনা। কি করেছি কি করছি।
মানুষ বড়ই অদ্ভুত। নিজের মস্তিষ্কের তৈরি মায়াজালে নিজেই পেচিয়ে পরে।
সঞ্জয় কে? কেনো তাকে নিয়ে লিখছি। কেনোই বা তাকে নিয়ে আপনি পড়বএন তার উত্তর আমার জানা নেই। কিংবা এই গল্পের কোনো অর্থও আমার জানা নেই। আমি মানি কাল্পনিক গল্পের অর্থ থাকতে নেই। যেই গল্প যতো বেশি অর্থহীন হবে সেই গল্প ততো বেশি কাল্পনিক হবে। আর সঞ্জয়ের এই গল্প অর্থহীনতার সীমালঙ্ঘন করে ফেলেছে। ভৌগলিক নিয়মকানুন ভেঙ্গে ফেলেছে। কাল্পনিকতার দিক থেকে এই গল্প কোনো অংশে কম নয়। যদিও এগুলো আমার ব্যাক্তিগত মতামত বাকি বিচার পাঠকের আদালতে ছেরে দেয়া হলো।