গান গায় কে গো বসে পুকুরের সানে!
হরষে উৎসুক হই অজানার গানে
মন বসেনা ঘড়েতে শুনে তার গান।
বারে বারে শুনি কোন গায়কির তান?
কন্ঠ যেনো নয় তার পতত্রীর সুর
শুনবে যে মরবে সে হোকনা অসুর।
তান শুনে থেমে যাবে দরিয়ার ঢেউ!
তলিয়ে যাবে তরনী রইবেনা কেউ।
প্রীতিকর কন্ঠ তার মধুরধ্বনি টান।
ঘুম নিদ্রা উড়ে যাবে শুনে সেই গান!
কে তুমি সুরের দেবী দেখা তুমি দাও।
তোমার কন্ঠের ক্ষনি আমারে শুধাও
প্রান পাখি উড়ে যায় অজানার গানে।
গান গায় কে গো বসে পুকুরের সানে।