১০ টাকা দিয়ে কেনো কিনবেন?
এখানে পাবেন ১৭ টি সুন্দর কবিতা।
তোমার চিঠি একটি কাব্যগ্রন্থের মতো। এখানে ১৭ টি কবিতা রয়েছে।
১ সকাল বেলা ইশকুলেতে
খোজো আমায় পিছকুলেতে।
এদিক সেদিক তাকিয়ে দেখো!
আমায় খুজে পাও নাকিগো
২
গান গায় গো কে বসে পুকুরের সানে!
হরষে উৎসুক হই অজানার গানে
মন বসেনা ঘড়েতে শুনে তার গান।
বারে বারে শুনি কোন গায়কির তান?
এরকম কবিতা পেয়ে যাবেন।
This is a premium post.