Posts

কবিতা

ফিরে আসার অঙ্গীকার (Premium)

August 27, 2024

নাবিল হাসান রিফাত

ফিরে আসার অঙ্গীকার
নাবিল হাসান রিফাত

আবার আসিব ফিরে আমার এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়তো বা ডাকাত চুরের বেশে;
হয়তো ভোরের ডাকাত হয়ে এই দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ গুজব নিয়ে ;
আবার আসিব আমি বাংলায় সংখ্যালগু হয়ে

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন ফেরা হয় নাই এই বেশে
হয়তো শুনিবে এক কাদের ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো দেখা হবে আনসার এর দলে
দেখিবে আমায় আরো কতো বেশ ধরে
আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login