Posts

কবিতা

ভাগ্যাকাশ

August 27, 2024

নাবিল হাসান রিফাত

আমার প্রথম লেখা কবিতাটি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ) কে উৎসর্গ করিলাম।

                     ভাগ্যাকাশ
             নাবিল হাসান রিফাত

আমি দেখছি, বাংলার ভাগ্যাকাশে জমেছে কালো মেঘ,  
উত্তর গগণে গর্জে উঠছে ঝড়ের ভয়াল সুর,  
যদি না পারো ঠেকাতে, হে নেতা, দক্ষতার সাথে,  
তবে আসবে অমাবস্যার রাত, নিয়ে আসবে গভীর অন্ধকার।

এই মেঘের ছায়া ঢেকে দেবে দেশের আলো,  
সুবহে সাদিক হবে দূরের এক স্বপ্নময় আভাস,  
যদি তুমি না হও সতর্ক, না ধরো সঠিক দিশা,  
তবে এই ঘন আঁধারেই ডুবে যাবে জাতির আশার আলোকরশ্মি।

প্রবাহিত হবে সংকটের তীব্র স্রোত,  
মানুষের মন হবে ভারাক্রান্ত, তীক্ষ্ণ বেদনায় পূর্ণ,  
যদি না হয় তোমার নেতৃত্বে দৃঢ়তা, প্রজ্ঞার পরিচয়,  
তবে হারিয়ে যাবে বাংলার মুখের হাসি, সবার বিশ্বাস।

তুমি কি শুনতে পাচ্ছো, হে নেতা,  
ঝড়ের আগে এই নীরবতার সতর্ক ধ্বনি?  
সক্ষমতার সাথে করো প্রতিরোধ,  
তাহলেই মেঘ সরে যাবে, সূর্যের আলো আবার ফিরবে।

Comments

    Please login to post comment. Login