তোমার কাছে যেতে কোনো ভিসা পাসপোর্ট লাগেনা,
শুধু দুরন্ত ট্রেনের গতি ভাবায় আমাদের দূরত্বের কথা।
আলোর গতিতে ট্রেন চললে তোমার স্টেশনে পৌঁছাতে ১২ মাস ১৩ ঘন্টা লাগবে,
জানিয়েছে টিকেটম্যান।
আগে কখনও যাইনি তোমার স্টেশনে এ'কথা শুনে টিকেটম্যান খিলখিলিয়ে হাসলেন,
বললেন, যান ঘুরে আসুন!
হাসলেন ক্যান তিনি?
আচ্ছা, তুমি কি বান্দরবন নাকি কুয়াকাটা!
61
View