সফলতা কী?
আমার মতে,সফলতা একটি আপেক্ষিক জিনিস। সফলতাকে নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা কঠিন। তারপরও, 'সফলতা কাকে বলে?',এই প্রশ্নের উত্তর যদি দিতে হয়,তবে এক কথায় বলব সফলতা মানে নিজের জীবনের লক্ষ্যগুলো অর্জন করা। এখানে স্বপ্নের কথা বলিনি,কারণ মানুষ অনবরত নতুন নতুন স্বপ্ন দেখছে।তাই মানুষের স্বপ্ন প্রতিনিয়ত বদলায়, কিন্তু লক্ষ্য কখনো বদলায় না। লক্ষ্য যদি বদলায় তাহলে সেটাকে স্বপ্নই বলা চলে। আমি কিন্তু ঘুমিয়ে দেখা স্বপ্নের কথা বলছিনা। এখন আবার আসি লক্ষ্যের কথায়,লক্ষ্যের মধ্যেও দুটি ধরন রয়েছে।একটি হলো চূড়ান্ত লক্ষ্য, আর অন্যটি হলো চূড়ান্ত লক্ষ্যে পৌছনোর জন্য ছোট লক্ষ্য। ছোট লক্ষ্যের সংখ্যা একের অধিক হয়, কিন্তু চূড়ান্ত লক্ষ্য একটিই হয়। যেমন:কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তবে এটি তার চূড়ান্ত লক্ষ্য।এই লক্ষ্য অর্জন করার জন্য তার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো করতে হবে।এই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো করার লক্ষ্য হলো ছোট লক্ষ্য। মূলত মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্যটি অর্জন করাই সফলতা।একেকজন মানুষের জীবনে এক এক রকমের লক্ষ্য থাকে।যেমন কারো জীবনের চূড়ান্ত লক্ষ্য পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হওয়া।সে যদি পৃথিবীর অন্যতম ধনী হতে পারে, তাহলে সে সফল। আবার কারো জীবনের চূড়ান্ত লক্ষ্য একটি সুন্দর বাড়ি তৈরি করা।সে যদি একটি সুন্দর বাড়ি তৈরি করতে পরে তবে সে সফল। আমরা মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে জানি না।তাই আমরা যেহেতু কোন মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য কী সেটা জানি না,তাই কে সফল আর কে ব্যর্থ তা আমরা বলতে পারি না। সফলতা আর ব্যর্থতা বিষয় দুটি একেক জনের কাছে একেক রকম অর্থাৎ আপেক্ষিক।
(ব্যক্তিগত মতামত)
আমার মতে,সফলতা একটি আপেক্ষিক জিনিস। সফলতাকে নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা কঠিন। তারপরও, 'সফলতা কাকে বলে?',এই প্রশ্নের উত্তর যদি দিতে হয়,তবে এক কথায় বলব সফলতা মানে নিজের জীবনের লক্ষ্যগুলো অর্জন করা। এখানে স্বপ্নের কথা বলিনি,কারণ মানুষ অনবরত নতুন নতুন স্বপ্ন দেখছে।তাই মানুষের স্বপ্ন প্রতিনিয়ত বদলায়, কিন্তু লক্ষ্য কখনো বদলায় না। লক্ষ্য যদি বদলায় তাহলে সেটাকে স্বপ্নই বলা চলে। আমি কিন্তু ঘুমিয়ে দেখা স্বপ্নের কথা বলছিনা। এখন আবার আসি লক্ষ্যের কথায়,লক্ষ্যের মধ্যেও দুটি ধরন রয়েছে।একটি হলো চূড়ান্ত লক্ষ্য, আর অন্যটি হলো চূড়ান্ত লক্ষ্যে পৌছনোর জন্য ছোট লক্ষ্য। ছোট লক্ষ্যের সংখ্যা একের অধিক হয়, কিন্তু চূড়ান্ত লক্ষ্য একটিই হয়। যেমন:কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তবে এটি তার চূড়ান্ত লক্ষ্য।এই লক্ষ্য অর্জন করার জন্য তার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো করতে হবে।এই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো করার লক্ষ্য হলো ছোট লক্ষ্য। মূলত মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্যটি অর্জন করাই সফলতা।একেকজন মানুষের জীবনে এক এক রকমের লক্ষ্য থাকে।যেমন কারো জীবনের চূড়ান্ত লক্ষ্য পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হওয়া।সে যদি পৃথিবীর অন্যতম ধনী হতে পারে, তাহলে সে সফল। আবার কারো জীবনের চূড়ান্ত লক্ষ্য একটি সুন্দর বাড়ি তৈরি করা।সে যদি একটি সুন্দর বাড়ি তৈরি করতে পরে তবে সে সফল। আমরা মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে জানি না।তাই আমরা যেহেতু কোন মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য কী সেটা জানি না,তাই কে সফল আর কে ব্যর্থ তা আমরা বলতে পারি না। সফলতা আর ব্যর্থতা বিষয় দুটি একেক জনের কাছে একেক রকম অর্থাৎ আপেক্ষিক।
(ব্যক্তিগত মতামত)