Posts

চিন্তা

আমরা কাদের শিক্ষিত বলব?

May 3, 2024

Habibur Rahman Himel

আমরা কাদের শিক্ষিত বলব?
প্রথমত,যারা জীবনে একের পর এক যে সমস্ত অবস্থার সম্মুখীন হয় সেই সমস্ত অবস্থার সম্মুখ ভাবে মোকাবেলা করতে পারেন এবং যারা সমস্যা পূর্ণ মুহূর্ত গুলিকে যথার্থ রূপে বিচার করে সঠিক কর্মপন্থা নির্ধারণ করতে পারেন।তারপর যারা বিভিন্ন স্তরের মানুষের সাথে সম্মানজনক ব্যবহার করেন। অপরের ব্যবহার অপ্রিয় বা অপমানজনক হলেও তাদের সাথে সম্মানজনক ব্যবহার করেন। যারা সহকর্মীদের সাথে সবসময়ই সাধ্যমত ন্যায় সঙ্গত ব্যবহার করেন।তাছাড়া যারা নিজেদের আনন্দ উল্লাস কে সব সময় নিয়ন্ত্রণ রাখেন। কখনো এবং কখনো কখনো দুর্ভাগ্যের শিকার হলেও অশোভনভাবে বিচলিত না হয়ে সেই দুর্ভাগ্য কে মানুষের স্বভাবের সাথে সঙ্গতি রেখে গ্রহণ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা সাফল্যের আনন্দে পথভ্রষ্ট হয়ে মানুষের নিজস্ব সত্তাকে বিনষ্ট করেনি।বরং বিজ্ঞ ও স্থিতধী ব্যক্তি হিসেবে নিজেদের অবস্থানে দৃঢ় থাকেন।তারা সহজ বুদ্ধি ও স্বভাব নিয়ে যেমন উচ্ছসিত হন না তেমনি দৈবক্রমে যে সাফল্যের অধিকারী হয়েছেন সে সম্পর্কে আনন্দ উচ্ছল হয় না। যাদের চরিত্র উল্লিখিত যেকোনো একটির সঙ্গে নয় সব গুলোর সঙ্গে সংগতিপূর্ণ তাদেরই শিক্ষিত বলা হয়। তিনি প্রকৃতপক্ষে সর্ব গুণান্বিত।
(সক্রেটিস)

Comments

    Please login to post comment. Login