পোস্টস

গল্প

নামিরা এক সাহসিক কন্যা, পর্ব - ০১ (প্রিমিয়াম)

২৯ আগস্ট ২০২৪

পারভীন আক্তার মেরিন

কখনও কখনও নতুন আশা আমাদের জীবনে একটি বড় ইতিহাস তৈরি করে। একটি মেয়ের গল্প, যে সত্যিই অনেক ভালো এবং সাহসী ছিল। আসলে ঐ মেয়েটি আমরা বলতে পারি সবার চেয়ে সেরা ছিল।
সেই বহুবছর আগের কথা । আমরা অনেকেই জানি পুরাতন ব্যাবিলন শহরের কথা। এটা ছিল জাদুর শহর। ঐ শহরের থেকে প্রায় কিছুটা দূরে একটি গ্রাম ছিল । ঐ গ্রামে বাস করতো একটি সুন্দর পরিবার। পরিবারের সবার বড় একটি মেয়ে ছিল, তার নাম ছিল নামিরা। নামিরার ছিল পাঁচ ভাইবোন । নামিরার পরিবারে আরও সদস্য বলতে তার বাবা-মা এবং বৃদ্ধ দাদা ছিলেন । নামিরার বেড়ে ওঠা ছিল ঐ মধ্যবিত্ত পরিবারে ।
তখন নামিরার বয়স তখন ১৮ বছর। তার বাবার আয় এত বড় পরিবারের জন্য যথেষ্ট ছিল না। তাই একদিন তার বাবা ব্যাবিলন শহরে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন। শহরে কাজের পরিমান তুলনামুলকভাবে গ্রাম থেকে বেশি ছিল । কিন্তু তার দাদা সেখানে যেতে রাজি হলেন না। নামিরার বাবা তার দাদাকে জিজ্ঞেস করলেন, কেন তিনি সেখানে যেতে রাজি হচ্ছেন না, নামিরার দাদা চুপ থাকলেন কিছু সময়, কিন্তু কোন কথা বললেন না । নামিরার বাবা তার দাদার মুখের দিকে তাকিয়ে খেয়াল করলেন যে, তিনি কিছু একটা বিষয় নিয়ে চিন্তিত। তাই তাকে আর কিছু জিজ্ঞেস করলেন না।
কিন্তু ব্যাবিলন শহর নিয়ে আগ্রহের কমতি ছিল না নামিরার। ছোটবেলায় তিনি তার দাদার কাছ থেকে ব্যাবিলন শহরের গল্প শুনতেন।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।