Posts

কবিতা

মুক্তি

August 29, 2024

মোরশেদ আলম

166
View

একটা আশাহত বুকের উপর গুলি চলল
একটা পোষমানা রোজকার গল্পের শহরে
রক্ত এল
বারুদ, ভয়ার্ত ধোঁয়ার কুন্ডলী এল।

একটা আশাহত বুকে 
রোজকার সকালটাও এল
ঠিক যেমন
সুবে সাদিকের পর সূর্যের মুকুল ফুটে
নি:শ্বাস নিয়ে সতেজ হয়।

বারুদ, ধোঁয়া আর ঘাতকের বিপরীতে
এক বুক রক্তে
মুক্তি এল।

Comments

    Please login to post comment. Login