পোস্টস

কবিতা

মুক্তি

২৯ আগস্ট ২০২৪

মোরশেদ আলম

একটা আশাহত বুকের উপর গুলি চলল
একটা পোষমানা রোজকার গল্পের শহরে
রক্ত এল
বারুদ, ভয়ার্ত ধোঁয়ার কুন্ডলী এল।

 

একটা আশাহত বুকে 
রোজকার সকালটাও এল
ঠিক যেমন
সুবে সাদিকের পর সূর্যের মুকুল ফুটে
নি:শ্বাস নিয়ে সতেজ হয়।

 

বারুদ, ধোঁয়া আর ঘাতকের বিপরীতে
এক বুক রক্তে
মুক্তি এল।