Posts

কবিতা

বিবর্তন

August 29, 2024

সুকান্ত সোম

শ্বশ্মানটার পাশেই কয়েকটা শকুনের আবাস ছিল,

মাকাল ফলের যে ঝোপ টা ছিল,

 বেশ লাল টুক টুকে ফলও ধরতো তাতে,

শকুন গুলো  চেয়েছিল দাহ্য মড়ার গন্ধ শুকে,

ফল গুলো তাদের কখনোই আকৃষ্ট করেনি,

ওরা অপেক্ষায় থাকতো, কিন্তু সুন্দর ফল গুলো ওদের আকর্ষন করতে পারেনি।

যাদের সাহস ছিল, কারো সাথে বাজি ধরেও সে ঝোপটার দিকে যেতে দেখিনি,

কিছু অবুঝ মানব সন্তান,

 নেহায়েত শিশু, মাকাল ফলে আকৃষ্ট হয়েছিল যখন ঠাকুমার দাহ্য চলছিল।

শকুন গুলো চেয়েছিল,

 আর শিশু গুলো পেড়েছিল মাকাল ফল গুলো।

বড়রা এসছিল সেদিকে সাহস করে নয়, সাহস দেখে।

শকুন গুলো পালিয়েছিল তখনি যখন দেখেছিল মানব সন্তানের আনন্দ।

ঠাকুমার মৃত্যু শিশুদের ততোটা  ছুতে পারেনি,যতোটা এতো সুন্দর ফল খেতে না পারার দুঃখ ওদের আক্রান্ত করেছিল,

শকুন দের সে প্রিয় ঝোপটার বুকে কোপ পড়েছিল জ্যান্ত মানুষের, শকুন গুলো উড়েছিল অজানার উদ্দেশে

শ্বশ্মানে দাহ্য হয় না আর, তেমন একটা।

মাকাল ফল গাছ জন্মেছে অনেক, কেবল শকুন গুলো উড়ে গেছে চিরতরে।

Comments

    Please login to post comment. Login