Posts

নিউজ

এই শরতে আসছে 'স্পেয়ার' এর পেপারব্যাক সংস্করণ

August 29, 2024

নিউজ ফ্যাক্টরি

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ এর পেপারব্যাক সংস্করণ চলতি বছরের শরতে প্রকাশিত হবে বলে জানা গেছে। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশনা সংস্থা র‍্যান্ডম হাউস এই তথ্য জানিয়েছে। 

হ্যারির এই স্মৃতিকথা ২০২৩ সালের ১০ জানুয়ারি প্রকাশিত হয়েছিল। এই বইয়ে রাজা তৃতীয় চার্লস এবং প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার ছেলে হিসেবে ব্রিটিশ রাজপরিবারে তার বেড়ে ওঠার কাহিনী বর্ণনা করা হয়েছে। বইটির ঘোষ্ট রাইটার মার্কিন উপন্যাসিক, সাংবাদিক জে.আর.মোহরিঙ্গার।

স্পেয়ার প্রকাশের প্রথম দিনেই রেকর্ড গড়েছিল। বই, ই-বুক ও অডিও ফরম্যাট মিলিয়ে এটি প্রথম দিনেই যুক্তরাজ্যে ৪ লাখের বেশি বিক্রি হয়েছে। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া নন ফিকশন বইয়ে পরিণত হয়েছে।   

প্রিন্স হ্যারির এই স্মৃতিকথা এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, ননফিকশনের ইতিহাসে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া বইয়ের স্বীকৃতি পেয়েছে স্পেয়ার। 

বইটিতে বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে হ্যারির সম্পর্কের টানাপোড়েনের কথাও তুলে ধরা হয়েছে। হ্যারি দাবি করেছেন, প্রিন্স উইলিয়াম তাকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন। 

র‍্যান্ডম হাউস জানিয়েছে, নতুন সংস্করণে হার্ডকভার সংস্করণের মতো একই প্রচ্ছদ থাকবে। বইটির বিষয়বস্তুও অপরিবর্তিত থাকবে।  

এদিকে পিপল ম্যাগাজিনের সাংবাদিক জেনিন হেনি বলেছেন, পেপারব্যাক সংস্করণে নতুন কিছু অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তটি রাজপরিবারের সঙ্গে প্রিন্স হ্যারির পুনর্মিলনের একটি পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, স্পেয়ারের পেপারব্যাক সংস্করণটি এই বছরের ২২ অক্টোবর প্রকাশিত হবে।   

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login