Posts

নিউজ

অশ্লীলতা এড়াতে ফ্লোরিডার স্কুলে শেক্সপিয়ারের বইয়ের সারাংশ পড়ানোর পরিকল্পনা

August 30, 2024

নিউজ ফ্যাক্টরি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্কুলগুলোতে বিখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের সম্পূর্ণ নাটকের পরিবর্তে সারাংশ পড়ানোর পরিকল্পনা করা হয়েছে। রাজ্য সরকার পাঠক্রমে যৌন বিষয়বস্তু পরিহার করার জন্য নতুন নির্দেশনা দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।        

গত বছর ফ্লোরিডার হিলসবরো কাউন্টির শিক্ষকদের বলা হয়েছে, শেক্সপিয়ারের ক্লাসিক নাটকগুলোর কিছু অংশে যৌন বিষয়বস্তু রয়েছে। এসব বিষয়ে শিশুদের শিক্ষা দেওয়া যাবে না।  

হিলসবরো কাউন্টির গেথার হাই স্কুলের শিক্ষক জোসেফ কুল, টাম্পা বে টাইমসকে বলেছেন, ‘শেক্সপিয়ারের নাটকের মধ্যে কিছু অশ্লীলতা রয়েছে। কারণ তার সময়ে এর মাধ্যমেই থিয়েটারের টিকিট বিক্রি করা হত।'  

টাম্পা বে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তবে স্কুলগুলোতে যৌনতাবিষয়ক অংশগুলো বাদ দিয়ে কেবলমাত্র নাটকের সারাংশ পড়ানো হবে। 

মূলত স্কুল শিক্ষার্থীদের সমকামিতা এবং যৌনতা বিষয়ে পড়ানোর ব্যাপারে অভিভাবকদের আপত্তি রয়েছে। ফলে ফ্লোরিডার রক্ষণশীল রিপাবলিকান গভর্নমেন্ট রন ডিসান্টিস নতুন এক শিক্ষা আইন প্রবর্তন করেছেন। ২০২২ সালের মার্চ মাসে এই আইনে স্বাক্ষর করেছিলেন তিনি। ফলে এই আইন মেনে চলার প্রচেষ্টার অংশ হিসেবে শিক্ষকরা শেক্সপিয়ারের সম্পূর্ণ নাটকের পরিবর্তে সারাংশ পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

শেক্সপিয়ারের ‘অ্যা মিডসামার নাইটস ড্রিম’ নাটকটি যৌন বিষয়বস্তুর কারণে শুধুমাত্র দশম থেকে দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়া ‘রোমিও এন্ড জুলিয়েট’ এর নায়ক-নায়িকা বিবাহপূর্ব যৌনসম্পর্ক করেছে। তাই এই বইটিরও সারাংশ পড়ানো হবে।

তবে ইংরেজ এই নাট্যকারের বই স্কুলের মিডিয়া সেন্টারে পাওয়া যাবে। একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, ‘সবার আগে বলতে চাই যে আমরা আমাদের হাইস্কুল পাঠক্রম থেকে শেক্সপিয়ারকে বাদ দেইনি। শিক্ষার্থীরা এখনও ক্লাসে বইগুলো থেকে সারাংশ পড়তে পারবে। রাজ্যে প্রবর্তিত নতুন আইন অনুযায়ী আমাদের পাঠক্রম চালু করা হচ্ছে।' 

অবশ্য শেক্সপিয়ারের নাটকে যৌনতা বা সেক্সুয়াল স্ল্যাং নিয়ে এ ধরনের আলোচনা নতুন নয়। রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি (আরএসসি) জানিয়েছে, শেক্সপিয়ারের নাটকের প্রাথমিক সংস্করণগুলোতে কখনও কখনও স্ল্যাং এবং যৌনতা সংক্রান্ত ভাষাকে উপেক্ষা বা সেন্সর করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ 

Comments

    Please login to post comment. Login