রক্তের দাগ বড় স্বৈরাচারী,
মোছেনা সহজে।
রক্তের দাগ অস্ত্র হয়ে ফিরে আসে বারবার
প্রচন্ড ঝঞ্জায় মিশিয়ে দেয় অত্যাচারীর অট্টালিকা,
শক্তির দম্ভে যারা খুঁটি গেঁড়ে বসে থাকে
তাদের প্রাসাদে আগুনের ফুলকি হয়ে ছোটে রক্তের দাগ।
এ দাগ এ যাবত মুছতে পারেনি কেউ
কোনও শাসক, স্বৈরাচার, বুলেট, কামান_ কেউ না,
এ দাগ মোছে কেবল বিপ্লবে,
প্রতি বিন্দু রক্তের ঋণ প্রতিশোধে।