ইমেইল ছেড়ে কাগজ নিও
লিখো মনের জ্বালা
চিঠির খামে গুঁজে দিও
বুনোফুলের মালা।
খামের উপর সুতোয় বুনা
গোলাপ দিও এঁকে
পুরনো প্রেম পড়বে মনে
তোমার চিঠি দ্যাখে।
বিকেল হলেই নেমে আসে
সকল বিষণ্ণতা
আরও লিখো গভীর রাতে
ঘুম না হওয়ার কথা।
লিখো তুমি মন খুলে আজ
লিখো যাচ্ছেতাই
তোমার খুশির পরশ পেলে
আমি পাখি বনে যাই।
সন্ধ্যের পর রাতটি হলেই
মনে পড়ে আমায়
এও লিখো অশ্রু কতো
চিঠির কাগজ ভেজায়।
সত্য-মিথ্যা পরের কথা
দ্যাখবো পরখ করে
তোমার চিঠির জন্য আজও
দাঁড়িয়ে কপাট ধরে।
অশ্রু দিও, প্রণয় দিও
আরও দিও ফুল
এসব দিয়ে বাড়িয়ে দিও
তোমার প্রেমের মাশুল।
চিঠি শেষে দিও না লেখে
‘ভালো থেকো তুমি’
বিরহ আমায় শুধুই ডেকে যায়
আরও ডেকে যায় মওলানা রুমি।
86
View