Posts

চিন্তা

পত্র দিলাম প্রজন্মকে (Premium)

May 3, 2024

সৌবর্ণ বাঁধন

0
sold
প্রিয় সন্তান, যখন চোখ মেললে তার প্রায় তিন হাজার বছর আগে, একজন প্রমিথিউস তোমার পিতামহকে দিয়েছিল উপহার- একটা মশাল ভরা আগুন; অগ্নিমীলে পুরোহিতম! সেই অপরাধে স্বর্গীয় নিষ্ঠুর ঈগল আজো ছিড়ে খায় কলিজা তার! যখন প্রথম কাঁদলে আমি কিন্তু কিন্তু ভুলে তোমাকেই ভেবেছিলাম সেই প্রমিথিউস! তারপর তোমার মায়ের চোখ দেখে বুঝলাম তুমি নিতান্তই মানবীর গর্ভজাত! দেববংশী কেউ নও! তবু কি অদ্ভুত বিদ্রোহে ছোট ছোট হাত পা একটানা ছুড়ে গেলে, কার প্রতি ক্ষোভ নিয়ে বলোতো জন্মালে? এতো রাগ ভালো নয়!

This is a premium post.

Comments

    Please login to post comment. Login