Posts

প্রবন্ধ

মানি প্ল্যান্টের গ্রোথ বাড়ানোর উপায়

September 1, 2024

চারুলতা

113
View

মানিপ্লান্ট খুব জনপ্রিয় একটি ইনডোর প্লান্ট। এই প্লান্টটি যত্ন করা অনেক সহজ।তবে যারা নতুন বাগানি তাদের কাছে মানিপ্লান্টের গ্রোথ নিয়ে নাবা সমস্যার কথা শোনা যায়।

মানিপ্লান্টের মাটি কিভাবে রেডি করব :
মানিপ্লান্টের মাটি রেডি করা খুব সহজ। এই প্লান্টের জন্য বাগানের মাটি,সাথে ভার্মিকম্পোস্ট ১ ভাগ, এবং কোক পিট ১ ভাগ সাথে মিশিয়ে মাটি রেডি করে নিতে হবে।

মানিপ্লান্ট কেমন আবহাওয়া পছন্দ করে : মানিপ্লান্ট রোদ তেমন পছন্দ করেনা।তবে আলো বাতাস ভালো পায় এমন জায়গায় টবটি রাখতে হবে। যদি বেলকনিতে ১ ঘন্টা রোদ পায় এমন জায়গায় টবটি রাখা যায় তাহলে গাছের গ্রোথ ভালো হবে এবং পাতার কালার সুন্দর থাকবে।

মানিপ্লান্ট অতিরিক্ত রোদ ও পানি সহ্যকরতে পারেনা।এজন্য টবের মাটি শুকালে চেক করে তারপর পানি দিতে হবে এতে করে গাছ ভালো থাকবে।

মানিপ্লান্টের টবটি ছিদ্র না করলেও হয় তবে যারা নতুন বাগানি তাদের জন্য এটা না করাই ভালো। কেননা নতুন বাগানিদের পানি দেওয়ার পরিমাণ সম্পর্কে ধারণা কম থাকে।

মানিপ্লান্টের পাতা সতেজ রাখতে ১ দিন পর পর পানি স্প্রে করতে হবে।

মানিপ্লান্টের পাতা বড় করার জন্য ও তাড়াতাড়ি গ্রোথের জন্য মাসে একবার এপসম সল্ট পানিতে গুলিয়ে পাতায় স্প্রে করতে হবে।

মানিপ্লান্টের গ্রোথ বাড়াতে আরো একটি উপায় হলো মাসে একবার ভার্মিকম্পোস্ট আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রেখে তরল করে প্লান্টে ব্যবহার করতে হবে

এভাবে মানিপ্লান্টের যত্ন করলে আপনার সখের প্লান্টটি ভালো থাকবে আশা করি।

Comments

    Please login to post comment. Login