পোস্টস

কবিতা

একাই একটা ছেলে

১ সেপ্টেম্বর ২০২৪

জাকির সোহান

দেশের সমস্ত দুঃখ, না পাওয়ার যন্ত্রণা, অনিশ্চিত ভবিষ্যৎ 
একাই একটা ছেলে আজন্ম বুকে ধারণ করে
দাঁড়িয়ে ছিল রাজপথে।


লুটের কারিগর, রক্তপিপাসু, মোনাফেক শাসক-
ভেবেছিল তার জাদুর নেশায় সবাই বুঁদ;
ভুলেছে ক্ষুধা, পরিবার এমনকি আত্মমর্যাদা।

কিন্তু যে ছেলে আসমান-জমিনে দেখতে পায়- অনিশ্চিত ভবিষ্যৎ 
ডানে বামে সামনে পেছনে কেবলই বিভীষিকা, 
নিজে বাঁচুক  আর মরুক;
যে ছেলের কাধে শৈশব থেকে পরিবারের দায়িত্ব 
যে ছেলে জীবনক্যাম্পাসে বুঝতে পারে তার মত অগুনিত যুবক মরছে ধুকে ধুকে 
সে ছেলে কি কখনো ভিক্ষা চাইতে পারে?
সে ছেলে কি  কখনো মাথা নত করতে পারে?


কী সুন্দর দুই হাত প্রসারিত করে
ঐতিহাসিক সাহসে
মাথা উঁচু বুকটান করে দাঁড়ালো রাজপথে;
বুলেট আঘাত করার সাথে সাথে উদিত হলো নতুন সূর্য!