পোস্টস

চিন্তা

মাটির ফুল

৪ মে ২০২৪

Rocky Meraz

মূল লেখক রকি মেরাজ

মাটির ফুল 
কোথায় আছো? কেমন আছো? 
আমার হৃদয়ে রক্তাক্ত ফুল ফুটেছে, 
তুমিহীনা দীর্ঘ দিন - দীর্ঘ রাত কিছুই সহ্য হচ্ছে না। 

বৃষ্টিস্নাত শহরে তোমার অভাববোধ করছি 
তোমার অনুপস্থিতিতে এই প্রাচীন শহর যেন বিষাদ মেঘের তীর্থ। 
ভেজা রাস্তায় কান্না লুকিয়ে রাখি -

বিশ্বাস করো একটুও ভাল লাগছে না আমার 
তোমার চোখ দুটো খুব মনে পড়ছে, 
উদ্যম হরিণের মতো মোহময় চোখ, 
যুক্ত ভ্রুযুগল যেন মাটির বুকে জন্মানো বুনো ঘাস। 

জানো মাটির ফুল 
রুপালি চাঁদ শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে 
নীল স্রোতে ঝড়ে পড়ছে সমস্ত বিষাদ 
বুকের ভেতরে তুমিহীনা  দীর্ঘশ্বাস।