Posts

পোস্ট

রাইত বিরাতে তোমারেই দেখি

September 1, 2024

Iqbal Hossain

61
View

আমাকে ছাড়িয়া যাইবার বহুত পথ থাকবার পারে , কিন্তু আমার থেকে পালাবার কোন পথ নাই। যাইবার পারো কিন্তু আবার আসিয়া উত্তাল হইয়া থুবড়ে পড়বা , আমার মনে।

এইটা তুমি করবা না , আমি নিজের লগেই তোমারে লইয়া এমন করে বেড়ায়। তোমার উপ্রে আমার অধিকার না থাকবার পারে কিন্তু আমার মনের উপ্রে আমার অধিকার আছে কিন্তু , ওরে আমি ধরিয়া রাখবার পারি না।

কারণ, ওই তোমার লগেই থাকে।

রাইতে বেরাতে তোমারেই দেখি।

Comments

    Please login to post comment. Login