Posts

কবিতা

ভালবাসি

September 2, 2024

মো. গোলাম কিবরিয়া

199
View

সে আর আমি 
    প্রথম দেখায় পাগলামি 
    হৃদয় নিঃস্বর পোড়ে ক্ষয় 
    নিকোটিনের ধোঁয়ায়।
চোখে তার মাদকতা
    চাহনিতে আসক্তি,
    ঠোঁট তার ধনুকের তীর
    হৃদয়ে মোর রক্তক্ষরণ।

মায়াজল নিঃস্বর 
   একাকী পায়চারী 
   ইথারীয় মায়ায় কথোপকথন 
   চন্দ্রমুখি আমি।
হা হুতাশ নির্ঘুমরাত, তন্দ্রাছন্ন
ভোরের আলোর পানে চেয়ে। 
  দেরি নয় আর 
  বলতে হবে আজ
  চোখে রেখে চোখ
'ভালবাসি তোমায়
নেবে কি আপন করে?'

.............. কিবরিয়া ১১.১২.২০২৩........

Comments

    Please login to post comment. Login