পোস্টস

চিন্তা

আমি কি মূর্খ?

৩ সেপ্টেম্বর ২০২৪

সালমান ফারসি

যে বিষয় টা নিজের ডিগ্রির সাথে সম্পর্কিত না/যে বিষয়ে আমার ধারণা নেই।

সেই বিষয়ে গলা উঁচা করে বললে আমি মূর্খ।

ধরুন,আপনি একজন চিকিৎসক।চিকিৎসা বিষয়ে আপনার ডিগ্রি আছে,তাই আপনি চিকিৎসা বিষয়ে কথা বলার যোগ্যতা রাখেন।

এখন আপনার অর্থনীতি বিষয়ে না আছে কোনো জ্ঞান,না আছে কোনো ডিগ্রি।ইউটিউব আর গুগল দেখে এখন যদি আপনার গলা উঁচা হয়,তাইলে আপনি মূর্খ।

যাকে বলে শিক্ষিত মূর্খ।

এই মূর্খতার কারণে বাংলাদেশের ঘরে ঘরে আজ এম.বি.বি.এস/বি.ডি.এস ডিগ্রিধারী বাদে সবাই ডাক্তার।

 

 

বলা হয়ে থাকে জ্ঞানের স্তর তিনটিঃ

১. যে প্রথম স্তরে প্রবেশ করবে সে অহংকারী হয়ে উঠিবে যেন সে সবকিছু জানে।

২. দ্বিতীয় স্তরে প্রবেশে করার পর সে বিনয়ী হয়ে উঠবে।

তৃতীয় স্তরে প্রবেশের পর সে নিজের অজ্ঞতা বুঝতে পারবে।

 

 

আমার মনে হয় আমি বেশির ভাগ সময় প্রথম স্তরে থাকি,মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য দ্বিতীয় স্তরে যাই।আপনাদের দুয়া চাই যেনো তৃতীয় স্তরে উঠতে পারি।