পথের ধারে ফুটপাতে বিকছে গোলাপ ফুল
চেয়ে আছে বয়স সেদিকেই,
মনে পড়ে, এই অল্প আগেই তো আমাদের কতশত প্রহরের অপেক্ষায় কেটেছিলো বৃথা ভুল
ঢেকেছিল যে শরীর সে সেদিন কাপড়ের পোশাকে,
সংস্কৃতির আড়ালে যত্নে রাখা, লেখা কিছু শব্দের সেই বিপদসংকুল নিবেদনে।
সেই আবেদনের প্রেক্ষাপট ছিল প্রতিশ্রুতির, প্রতি মুহূর্তে জানিয়ে দেয়া ভালো লাগার আকুতি, অসচেতন সব ভ্রুকুটি।
বাকি কাজটা নিয়তির, বিরতিহীন বেঁচে থাকার ভিড়ে একটু নিষ্পাপ বিরতির মুহূর্তে 'থাকবো পাশে' শব্দ দুটি বুঝিয়ে দেয়ার অনুভূতি।
ছেড়ে দেয়ার, মেনে নেয়ার, পাওয়ার কিংবা না পাওয়ার, অর্জন, প্রাপ্তি ইত্যাদি বিবিধ আবেগের অঙ্কের শেষে নেয়া বিস্ময়কর সিদ্ধান্তের কি অদ্ভুত প্রকৃতি।
মাঝে মাঝে, বাঁধা হয়ে দাঁড়িয়েছে ভাবনায় জন্ম নেয়া কল্পনার রঙে আঁকা সম্মিলিত বাস্তবতার প্রতিচ্ছবি।
মনে আছে?
বাস্তবতা যে অবাধ্য অবাস্তবতা অবধি, অনিবার্য বিধি।
দিন চারেক আগেও আমাদের দাম ছিল একটি ফুল বিশটি টাকায়, আজ দাম বেড়ে হয়েছি একাই একশ টাকার ভাষায়।
এমনটা কি চেয়েছিলাম আমরা আমাদের ভালোবাসায়?
একটি ফুল বিশটি টাকায়।
( বিশ্ব ভালোবাসা দিবসে, পৃথিবীর সব ভালোবাসা, ভালোলাগার আনন্দ, সুন্দর সব মুহূর্তকে উদ্দেশ্য করে... মানুষ প্রকৃতি হোক ভালোবেসায় মুখরিত।)