সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টিনের ঘরের মানুষদের(বিশেষ করে যাদের মেঝে মাটির)ম্যাক্সিমাম ঘরের ই পিলারের গোড়া নরম হয়ে পুরো ঘর ই নড়বড়ে হয়ে গিয়েছে, মেরামত ছাড়া থাকার উপযোগি না।অনেকে আরো ১৫ দিনেও ঘরে উঠতে পারবে না।অনেকের গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে,অনেকের ব্যাবসার ক্ষয়ক্ষতি হয়েছে,অনেকের মাছের প্রজেক্ট এ লাখ লাখ টাকার মাছ চলে গেছে।
নিশ্চয়ই বুঝতে পারছেন সরকারি ভাবে যে হেল্প করা হবে সেই টাকা দিয়ে এত বেশি ক্ষয়ক্ষতি সামাল দেওয়া প্রায় অসম্ভব। তাও সর্বোচ্চ চেষ্টা করা হবে ওয়ার্ড ভিত্তিক যতটুকু সম্ভব হেল্প করার।স্থানীয় প্রভাবশালীদের আহবান আপনারা ত্রান দিয়ে যেভাবে হেল্প করেছেন,পুনর্বাসনেও একইভাবে এগিয়ে আসুন।
আল্লাহ আপনাদের সর্বোত্তম প্রতিদান দান করুন।