Posts

চিন্তা

বন্যা দূুর্গত মানুষকে সহায়তা ও কতিপয় ইনফ্লুয়েন্সার

September 4, 2024

হৃদয় হাসান

66
View

ঢাকা শহরে ত্রান সংগ্রহ কেন্দ্রগুলোতে মানুষ ভিড় করে ত্রান দিতে আসছে,টিএসসি থেকে একদিনে ৮৬ লক্ষ্য টাকা উঠে যাচ্চে, আস সুন্নাহ ফাউন্ডেশন বড় বাজেট দিয়ে দিচ্চে,সেনাবাহিনী তাদের বেতনের একাংশ দিয়ে দিচ্ছে, স্টুডেন্টরা তাদের হাত খরচের টাকা দিয়ে দিচ্ছে, হাজার হাজার মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

তাও একদল দেখতেছি ব্যারিস্টার সুমন ,ফারাজ করিম, তৌহিদ আফ্রিদি নামক কতিপয় ইনফ্লুয়েঞ্জার অভাব বোধ করেতছে।

ব্যারিস্টার সুমন ,ফারাজ করিম, তৌহিদ আফ্রিদি এরা নাই দেখে কি বন্যার্ত মানুষদের উদ্ধার কাজ বন্ধ আছে?মানুষকে ত্রান দেওয়া বন্ধ আছে? বন্যার্ত মানুষদের সাহায্য -সহযোগিতা করা বন্ধ আছে?

নাকি সবাই এদের জন্য বসে আছে, এরা এসে সব উদ্ধার করবে,ভিডিও করবে আর ঘরে বসে বসে তাদের সেসব অতিরঞ্জিত ভিডিও সবাই দেখবে।অবশ্য যারা এসব পোস্ট দিচ্ছে তারা হিজড়া তারা বের না হয়ে ঘরে বসে বসে এসব ইনফ্লুয়েঞ্জাদের মিস করতেছে।কারন তারা আজীবন ঘরে বসে ভিডিও দেখেই অভ্যস্ত।

Comments

    Please login to post comment. Login