Posts

কবিতা

একটি সিঙ্গারা কবিতা

September 4, 2024

এমদাদুল

Original Author এমদাদুল

আমি আবার সিঙ্গারা খাচ্ছি না কয়েক সপ্তাহ হলো।
আগের দিনের পূর্ণদিন সংযমের পর গতকাল পাঁচটা সিগারেট খাই।
আজকের দিনও সিগারেট সংযম করবো তাই সিঙ্গারা খাওয়া যায়।
প্রায় অনেক দিন সিঙ্গারা খাচ্ছি না, তাছাড়া গুরুত্বপূর্ণ কতিপয় সিঙ্গারা 
বিক্রেতা, এখন আর সিঙ্গারা বিক্রয় করছে না
কমন ডাইনিংয়ে দেখা মেয়েটার মতো, কোথায় যে আছে, কিছুই জানি না।
ফলে, যে সিঙ্গারাটাই খাচ্ছি না কেন, মনে পূর্ণ তৃপ্তি আসছে না;
সিঙ্গারা খাবার আগে হৃদয়ে যেসকল ছবিগুলো আসে
তাতে দেখা যায়, এটাই সেই, যাকে খুঁজছি সবসময়
বাহিরের চেহারায় খুব একটা আচ করা যায় না ভিতরকার ভূমি
কেবল স্বাদ নয়, ফ্রেশনেসও সমান জরুরি।
এটাই সেটা মনে মনে খুঁজি যেটা, এমন কেবল মনে হয়
তাই যেহেতু সিগারেট সংযম ভেবেছি ফলে সিঙ্গারা খাওয়া যায়
যেহেতু সিঙ্গারা খুঁজছি তাই আমি হাঁটছি রাস্তায়
প্রথম সিঙ্গারা স্কোয়ার হাসপাতালের বিপরীতে, রাস্তার টঙে
ভিতর-বাহির দুটাই প্রায়ফ্রেশ আছে, আরো বেটার টেস্টের নিতে
আরেকটু সামনে যেয়ে, হাতের বায়ে মোড় নিয়ে, ভিতর দিকে যাই হেঁটে,
ছোট একটা লাল খাবার দোকানে, সকালের নাস্তা আর
সিঙ্গারা গরম, 
খেলাম দ্বিতীয় সিঙ্গারা।
বসে খেলাম, চেয়ে নিলাম এর সাথে শসা কুচি কাঁটা
ফিরতি পথে, চুরাশি রাসেল স্কোয়ার পান্থপথে
তৃতীয়টা খেলাম নিলাম অহেতুক চাপে,
টেস্টও ভালো আর বেশ ফ্রেশ ছিল।
আরেকটা খাব কি না(?) এই কথা ভেবে,
কালকে আবার আসবো ভেবে, এসেছি ফিরে।
যেহেতু আজ
তাই এই সিঙ্গারা কবিতা।

Comments

    Please login to post comment. Login